
চিত্রকলা ও পরিবেশ
ড. সৈয়দ আবদুল ওয়াজেদ আমরা শিল্পী লিওনারদো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’ চিত্রকর্মটি দেখেছি। এই জগদ্বিখ্যাত ছবিটির মডেল আসলে কে ছিলেন, এ নিয়ে আজো নানা প্রশ্নের কোনো কূল-কিনারা হয়নি। শিল্পতাত্ত্বিক ও শিল্পরস অনুসন্ধানীরাও ঐ মডেলের পরিচয় উপস্থাপনে নানা পরিচয় তত্ত্ব-তথ্য উপস্থাপন করছেন। কিন্তু মোনালিসা যে তার ভুবন ভুলানো এক রহস্যময় হাসির কারণে আজো বিমুগ্ধ-বিস্ময়ের কারণ তাতো বলাই…