সরকারি পাহাড় থেকে অবৈধ বসতি সরে না কেনো
মিন্টু চৌধুরী বর্ষা এলে প্রতিবছরই বৃহত্তর চট্টগ্রামের পাহাড়গুলো থেকে অবৈধ বসতিকারীদের সরানোর তোড়জোড় চলে। প্রশাসন বড় বড় মিটিং করে, তালিকা করে কোন পাহাড়ে কত পরিবার বা কত লোক ঝুঁকি নিয়ে বাস করছে। মাইকিং করে সরে যেতে বলা, সেবা প্রদানকারী সংস্থাগুলো থেকে নেয়া সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগসহ লোক দেখানো হম্বিতম্বি করার মধ্যেই প্রশাসন তাদের বর্ষাকালীন দায়িত্ব…